কাগজ আর পেন্সিলে মানুষের অবিকল ছবি আঁকেন যারা

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড প্রকাশিত: ২২ মার্চ ২০২৩, ১৭:০৩

কোলের ওপর রাখা বড় খাতায় পেন্সিলের খোঁচায় একমনে এঁকে চলেছেন বিশ্বনাথ ধর। একটু করে আঁকছেন আর মাথাটা ওপরে হালকা উঠিয়ে চোখের তীক্ষ্ণ দৃষ্টিতে সামনে বসা ব্যক্তিকে দেখে নিয়ে-আবার মনোযোগ দিয়ে আঁকছেন। এভাবেই চললো টানা ২৫-৩০ মিনিট। তারপর সামনে বসা ব্যক্তিকে ছবিটি দেখিয়ে জানতে চাইলেন তার পছন্দ হয়েছে কিনা। নিজের চেহারার হুবহু একটি স্কেচ দেখে ক্রেতার আসনে বসে থাকা ব্যক্তিটি বেশ উৎসুক হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। পাওনা মিটিয়ে হাতে থাকা ছবিটি দেখতে দেখতে হেঁটে চলে গেলেন তিনি।


এমন দৃশ্যই দেখা যায় পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে বইমেলা প্রাঙ্গণে। কয়েকজন শিল্পী একসাথে চেয়ার পেতে বসে পড়েন মেলায় আগতদের মুখাবয়বের ছবি আঁকবেন বলে। সাথে নিয়ে আসেন ডায়মন্ড পেন্সিল আর সাদা কাগজ। ক্যামেরায় তোলা ছবি থেকেও স্কেচ ছবি এঁকে থাকেন এই শিল্পীরা। তবে সেক্ষেত্রে সরাসরি ছবি আঁকার মতো স্বাচ্ছন্দ্য পান না অনেক শিল্পী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us