তিস্তা নদী থেকে বালু উত্তোলন, ১০ লাখ টাকা অর্থদণ্ড

আরটিভি প্রকাশিত: ২২ মার্চ ২০২৩, ০৯:৩৭

গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদী থেকে বালু উত্তোলনের দায়ে এক বালু ব্যবসায়ীকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।


মঙ্গলবার (২১ মার্চ) রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।


দণ্ডপ্রাপ্ত ব্যক্তি পাবনা জেলার সদর উপজেলার ইসলামগাথী গ্রামের আব্দুর রহমান মিয়ার ছেলে লিটন মিয়া (৩৫)। তিনি দীর্ঘদিন ধরে নদী থেকে বালু উত্তোলন করে আসছিলেন।


সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান জানান, লিটন দীর্ঘদিন ধরে তিস্তা নদী থেকে বালু উত্তোলন করে আসছিলেন। এ ঘটনায় স্থানীয় ভুক্তভোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে উপজেলার কাপাশিয়া ইউনিয়নের মোশাররফের ঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তাকে ১০ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us