ইন্টারপোলের রেড নোটিশের তালিকায় ৬২ জন বাংলাদেশির নাম রয়েছে। তবে সেখানে সম্প্রতি আলোচনায় আসা পুলিশ পরিদর্শক খুনের আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানের নাম নেই। যদিও পুলিশ বলছে, রবিউল ওরফে আরাভ খানের নামে ইন্টারপোলের রেড নোটিশ জারি করাতে পেরেছে। এখন তাঁকে ইন্টারপোলের সহায়তা নিয়ে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। আরাভ খান এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে অবস্থান করছেন বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিশ জারি হয়েছে কি না– এ বিষয়ে ইন্টারপোলের কোনো বক্তব্য জানা সম্ভব হয়নি। বিষয়টি জানতে ইন্টারপোলের ওয়েবসাইটের মাধ্যমে আজ মঙ্গলবার দুপুরে যোগাযোগ করা হয়। তবে রাত সাড়ে ৯টা পর্যন্ত ইন্টারপোল কর্তৃপক্ষ কোনো জবাব দেয়নি। আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিশ জারির কোনো তথ্যও তারা রাত ১০টা পর্যন্ত ওয়েবসাইটে প্রকাশ করেনি।