সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো খেলতে এসেছে রাশিয়া। ইউরোপের অন্যতম শক্তিশালী দেশটি আগামীকাল বুধবার প্রথম ম্যাচে খেলতে নামছে। শুরুতে তাদের প্রতিপক্ষ স্বাগতিক বাংলাদেশ। তবে যতই শক্তিশালী হোক না কেন, রাশিয়াকে হারানোর লক্ষ্য নিয়ে মাঠে নামতে যাচ্ছে লাল সবুজ জার্সিধারীরা।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে বিকাল সোয়া ৩টার ম্যাচে খেলার আগে বাংলাদেশ দলকে আত্মবিশ্বাসী মানসিকতায় পাওয়া গেলো। আগের দিনই যে ভুটানকে ৮-১ গোলে উড়িয়ে দিয়েছে রুমা-তৃষ্ণারা।বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ভুটানের বিপক্ষে যেভাবে আমরা খেলেছি, তা কালও দেখাতে পারলে জয় অসম্ভব কিছু না।