যারা আগামী নির্বাচনে অংশ নেবে না তারা রাজনৈতিক সঙ্কটে পড়বে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
আগামী সংসদ নির্বাচন সকল দলের অংশগ্রহণে এই সরকার ও কমিশনের অধীনেই হবে জানিয়ে হানিফ বলেন, “যেসব দলের সক্ষমতা আছে তারা নির্বাচনে অংশ নেবে। যারা নেবে না, ভবিষ্যতে তারাই রাজনৈতিক সংকটে পড়বে।”
মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে জেলা স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।