স্নায়ুযুদ্ধের সময় মার্কিন সরকার সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি করার জন্য নানা ফন্দিফিকির এঁটেছিল। এর মধ্যে একটি ছিল সোভিয়েতদের মন পড়তে পারা তথা 'মাইন্ড রিডিং'। এক প্রতিবেদনে বিস্তারিত জানিয়েছে হিস্টোরি ডটকম।
১৯৭০-এর দশকে শুরু হয় এ প্রোগ্রাম। দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ), সেনাবাহিনী ও ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি প্রথমে ক্যালিফোর্নিয়ার একটি গবেষণাগারে ও পরে মেরিল্যান্ডের এক সামরিক ঘাঁটিতে অতীন্দ্রিয় ক্ষমতা আছে দাবি করা এমন মানুষদের ওপর গবেষণা শুরু করেছিল।
২০১৭ সালে প্রজেক্ট স্টার গেট নামক এ প্রোগ্রামের প্রায় এক কোটি ২০ লাখ পৃষ্ঠার নথি উন্মুক্ত করে সিআইএ। ১৯৯৫ সালে প্রোগ্রামটি বন্ধ করে দেয় মার্কিন সরকার।