পুতিনের গ্রেপ্তারি পরোয়ানা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কি গ্রহণযোগ্যতা রাখতে পারলো!

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড মনোয়ারুল হক প্রকাশিত: ২১ মার্চ ২০২৩, ১৬:২৫

দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরিসমাপ্তির পর পরই ১৯৪৬ সালের মে মাসে পৃথিবীর মানুষ জানতে পারলো, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নামক একটি ট্রাইব্যুনালের জন্ম হতে যাচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিত্র পক্ষের প্রধান সেনাপতি জেনারেল ডগলাস ম্যাক আর্থারের কাছ থেকে এসেছিল সেই ঘোষণা। ১৯৪৬ সাল থেকে নিয়ে ১৯৪৮ সাল পর্যন্ত এই আদালত টোকিও ট্রায়াল নামে খ্যাতি লাভ করে। ১৩ জন বিচারপতিকে নিয়ে এই আদালত গঠিত হয়, যেখানে মার্কিন বিচারপতি ছিলেন এবং ছিলেন ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে চীন ও তৎকালীন ব্রিটিশ-ইন্ডিয়া থেকেও একজন বিচারপতি।


ব্রিটিশ-ইন্ডিয়া থেকে নিয়োগ পাওয়া বিচারপতির জন্ম পূর্ব বাংলার কুষ্টিয়া জেলায়। তার নাম রাধা বিনোদ পাল। সেই টোকিও ট্রায়ালে অভিযুক্ত ব্যক্তিদের কাউকে কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, কাউকে দেওয়া হয়েছিল কারাগারের সাজা। কিন্তু রাধা বিনোদ পাল টোকিও ট্রায়ালে তার ভিন্নমতের রায়ের জন্য পৃথিবীর কাছে আজও বিখ্যাত হয়ে আছেন। তিনি জাপানে মার্কিনীদের পারমাণবিক বোমা নিক্ষেপকে মিত্রশক্তির একটি অপরাধ বলে উল্লেখ করেছিলেন। ওই আদালতের প্রধান ছিলেন একজন মার্কিন বিচারপতি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us