লিকি গাট এক রহস্যময় রোগ

দেশ রূপান্তর অধ্যাপক শুভাগত চৌধুরী প্রকাশিত: ২১ মার্চ ২০২৩, ১৬:২৪

‘লিকি গাট’ এই শব্দ চিকিৎসা মহলে নয়। জনকথা হচ্ছে, আজকাল এটি মেডিকেল শব্দ নয়, কিন্তু এর অস্তিত্ব আছে। অন্ত্র ফুটো হয়ে চুয়ে চুয়ে পড়ছে অন্তর্গত জিনিস। অন্ত্রের এক প্রাচীর আছে, যা এত ভেদ্য নয়। অন্ত্রের শ্লেষ্মা ঝিল্লি আর এপিথেলিয়াল স্তর এই দেয়াল তৈরি করেছে এ এক সুরক্ষা দেয়াল।


মানব অন্ত্রের যে উপঝিল্লি কোষ বা এপিথেলিউয়াম তা ৪০০ বর্গমিটারজুড়ে রয়েছে। অন্ত্রের এই কোষগুলো পরস্পর আঁটসাঁট বাঁধনে আটকা। এ হলো প্রোটিন বাঁধন।


এই দুর্ভেদ্য দেয়াল আটকে রাখে অন্ত্রের ভেতরের সবকিছু, এমনকি জীবাণুও। খাদ্যের অবশিষ্ট। তাই কিছু বেরিয়ে আসতে পারে না রক্তস্রোতে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us