বান্দরবানের রুমা উপজেলায় দুটি ট্রাক মুখোমুখি সংঘর্ষের পর খাদে পড়ে ছয়জন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও নয়জন।
সোমবার দুপুর দেড়টায় রুমা-বগালেক সড়কের কমলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুন শিবলী জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহতদের মধ্যে পাঁচজন নারী ও একজন পুরুষ। তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি।
আহত নয়জনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রেমাক্রি প্রেংসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিরা বম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিহতরা সবাই আমার ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের থাইচংপাড়ার বাসিন্দা। তারা বম সম্প্রদায়ের মানুষ।“
তিনি বলেন, একটি ট্রাকে করে নারীরা আসছিলেন। সেটি পাহাড় থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তখন সামনে থাকা অপর একটি ট্রাকের সঙ্গে সেটির মুুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটো ট্রাকই খাদের পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।