যুদ্ধ নিয়ে 'ক্রমবর্ধমান অসন্তোষের' মধ্যে ক্রেমলিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের 'বিকল্প খুঁজছে' বলে দাবি করেছে ইউক্রেনের গোয়েন্দা অধিদপ্তর।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে রোববার এ তথ্য জানানো হয়েছে।
ইউক্রেনের গোয়েন্দা অধিদপ্তরের মুখপাত্র আন্দ্রি ইউসভ বলেন, পুতিনের চারপাশ ক্রমে ছোট হয়ে আসছে। বিশ্বে তো বটেই, রাশিয়ার মধ্যেও পুতিন ‘বিষাক্ত’ হয়ে উঠছেন।
তিনি বলেন, ক্রেমলিনে যা ঘটছে, তা আরও অসন্তোষের। সেখানে পুতিনের বিকল্প খোঁজা হচ্ছে।
তবে রাশিয়া পুতিনের বিকল্প খুঁজছে বলে দাবি করলেও এক্ষেত্রে সম্ভাব্য কোনো প্রার্থীর নাম উল্লেখ করেননি ইউক্রেনের গোয়েন্দা অধিদপ্তরের মুখপাত্র আন্দ্রি ইউসভ।