সর্বজনের স্বার্থের দিক থেকে দেখলে পরিবেশ চেতনা কোনো শখের বিষয় নয়; জীবন-জীবিকা আর সংস্কৃতিরই অংশ। পরিবেশ রক্ষা প্রান্তিক মানুষের কাছে সময় কাটানোর উপাদান নয়; তার জীবনেরই অংশ। ফুলবাড়ীর জনগণ যখন জল-জমি-জীবন রক্ষার জন্য ফুলবাড়ী অভ্যুত্থান ঘটায়, তখন তা রক্ত-ঘাম-শ্রমের বিনিময়ে জীবন-জীবিকা-সংস্কৃতি রক্ষার লড়াইয়েরই অংশ।
এদিকে দেশে চলমান উন্নয়ন মডেল পরিবেশের বিষয়ে সংবেদনশীল নয়। এই প্রবৃদ্ধি ও উন্নয়নধারার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, এটি নিম্ন মজুরি ও উচ্চ পরিবেশদূষণের ওপর ভিত্তি করে ঘটছে। এ দেশের শ্রমিকদের শ্রম যেমন সস্তা, পরিবেশও তেমনি সস্তা। ফলাফল হিসেবে ভয়াবহ দূষণের শিকার হচ্ছে পরিবেশ এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষের জীবন-জীবিকা। যে প্রবৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নের দোহাই দিয়ে এই পরিবেশ শোষণ চলছে, তাতে নির্দিষ্ট কিছু গোষ্ঠী স্বল্পমেয়াদে আর্থিকভাবে লাভবান হলেও দীর্ঘমেয়াদে তা সেই প্রবৃদ্ধি ও উন্নয়নের পথেই বিরাট প্রতিবন্ধকতা হিসেবে আবির্ভূত হয়।