পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এক ডজনের বেশি সমর্থকের বিরুদ্ধে সন্ত্রাসবাদের মামলা করেছে পুলিশ। ভাঙচুর, নিরাপত্তা কর্মীদের ওপর হামলা এবং ইসলামাবাদে বিচারিক কমপ্লেক্সের বাইরে অশান্তি সৃষ্টির অভিযোগে এ মামলা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
ইসলামাবাদ জুডিশিয়াল কমপ্লেক্সের বাইরে শনিবার যখন সংঘর্ষ শুরু হয়, তখন ইমরান খান তোশাখানা মামলার বহুল প্রতীক্ষিত শুনানিতে অংশ নিতে লাহোর থেকে ইসলামাবাদে পৌঁছান।পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ২৫ জনেরও বেশি নিরাপত্তা কর্মী আহত হন।