শনিবার, রাত ১১টা নাগাদ গুলশন থানায় হাজির হলেন অভিনেতা শাকিব খান। এই মুহূর্তে ও পার বাংলায় চর্চার কেন্দ্রবিন্দুতে নায়ক। তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন তাঁরই ছবির প্রযোজক রহমত উল্লাহ। এ বার সেই প্রযোজকের বিরুদ্ধে মানহানির মামলা ঠুকতেই থানায় পৌঁছলেন শাকিব। কিন্তু তাঁর অভিযোগ নেওয়া হল না।
গুলশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরমান আলি বলেন, “আপনার ইস্যুটা বিগ ইস্যু। যে হেতু শাকিব খান, তাই আমাকে এখন অনেকের সঙ্গে কথা বলতে হবে। ঊর্ধ্বতন কারও সঙ্গে কথা না বলে আমি এই মামলা নিতে পারব না। যে হেতু এখন অনেকটা রাত হয়ে গিয়েছে, তাই এখন কারও সঙ্গে কথা বলা সম্ভব নয়।”