ব্যাংকে আস্থা ধরে রাখাটাই চ্যালেঞ্জ

সমকাল ড. সালেহউদ্দিন আহমেদ প্রকাশিত: ১৯ মার্চ ২০২৩, ০২:৩০

সম্প্রতি আমেরিকার দুটি ব্যাংক বন্ধ হওয়ার খবর জানা গেল। মাত্র তিন দিনের ব্যবধানে দেশটির সিলিকন ভ্যালি ও সিগনেচার ব্যাংক নামের দুটি প্রতিষ্ঠান বন্ধ হওয়ার খবরে আমাদের দেশেও ব্যাংকিং খাতের ঝুঁকি নিয়ে আলোচনা দেখা দিয়েছে। এই আলোচনা একেবারে অযৌক্তিক নয়। বিশেষ করে, এখানে ব্যাংক খাতের নানা অনিয়মের খবরের বিপরীতে নতুন করে আমেরিকার এমন সংবাদ অনেককেই ভাবিয়ে তুলেছে। ২০০৮ সালের আর্থিক সংকটের পর এই প্রথম আমেরিকায় এমন ঘটনা দেখা গেল।


ওই বছরও যুক্তরাষ্ট্রে বেশ বড় কয়েকটা ব্যাংক ধসে পড়েছিল; যেখানে শেষ পর্যন্ত সরকারকে বেইল আউট কর্মসূচি নিয়ে এগিয়ে আসতে হয়েছিল।এ পরিস্থিতিতে বাংলাদেশের ব্যাংক খাত কী শিক্ষা নিতে পারে, সে বিষয়ে আমাদের নজর দেওয়া দরকার। আমেরিকার দুটি ব্যাংক বন্ধের ঘোষণার পর গ্রাহকের আমানত তারা যেভাবে সুরক্ষিত রাখল, সেটিই বাংলাদেশের জন্য বড় শিক্ষা হতে পারে। সেখানে ব্যাংক বন্ধ হলেও গ্রাহকের আমানতের নিশ্চয়তা রাখা হয়েছে। দেশে আমানতকারীদের চেয়ে বিভিন্ন গোষ্ঠী ও সংস্থার স্বার্থ বেশি দেখা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us