যুক্তরাষ্ট্রে পরমাণু বিদ্যুৎকেন্দ্রে ছড়িয়েছে ১৫ লাখ লিটার ‘রেডিওঅ্যাক্টিভ পানি’

সমকাল প্রকাশিত: ১৮ মার্চ ২০২৩, ০৮:০১

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের একটি পরমাণুভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে চার লাখ গ্যালন (১৫ লাখ লিটার) রেডিওঅ্যাক্টিভ পানি ছড়িয়ে পড়েছে। ঘটনা গত নভেম্বরের, কিন্তু গত বৃহস্পতিবার অঙ্গরাজ্য সরকারের কর্মকর্তারা বিষয়টি জানান। খবর: বিবিসি’র।


মিনেসোটা অঙ্গরাজ্যের জনবহুল শহর মিনেপোলিস থেকে ৩৫ মাইল দূরে ছোট্ট শহর মন্টিসেলোতে পরমাণু বিদ্যুৎকেন্দ্রটির অবস্থান।


মিসিসিপি নদীর উজানে অবস্থিত বিদ্যুৎকেন্দ্রটির পরিচালনাকারী কোম্পানি ‘এক্সেল এনার্জি’ বলছে, ছড়িয়ে পড়া রেডিওঅ্যাক্টিভ পানির পুরোটাই বিদ্যুৎকেন্দ্রের ভেতরে আছে, বাইরে যায়নি। দুটি ভবনের মধ্যকার পাইপ ছিদ্র হয়ে এটি ছড়িয়ে পড়তে থাকে।


অঙ্গরাজ্য কর্তৃপক্ষ বলছে, এতে তাৎক্ষণিক স্বাস্থ্য ঝুঁকি নেই।


পরমাণু বিদ্যুৎকেন্দ্রের বর্জ্য ট্রিটিয়াম রয়েছে এ পানিতে। মিসিসিপি নদী পর্যন্ত এই রেডিওঅ্যাক্টিভ পানি পৌঁছায়নি বলেও জানায় কোম্পানি কর্তৃপক্ষ।


গত ২১ নভেম্বর ঘটনার পরপরই কোম্পানিটি যুক্তরাষ্ট্রের কেন্দ্রী পরমাণু নিয়ন্ত্রণ কমিশনকে (এনআরসি) জানিয়েছিল। তবে এনআরসি বা অঙ্গরাজ্য কর্তৃপক্ষ তা জনসাধারণকে জানায়নি।


এর আগে ২০০৯ সালেও মন্টিসেলোর এই পরমাণু বিদ্যুৎকেন্দ্রে পাইপ ছিদ্র হয়ে এমন একটি ছোট ঘটনা ঘটেছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us