‘কেজিএফ’-এর রেকর্ড ভাঙতে পারে যে দক্ষিণি ছবি

প্রথম আলো প্রকাশিত: ১৭ মার্চ ২০২৩, ০৮:০৪

গত কয়েক বছরে কন্নড় সিনেমায় যেন একধরনের বিপ্লব হয়ে গেছে। দক্ষিণ ভারতের তুলনামূলক কম পরিচিত এই সিনেমা ইন্ডাস্ট্রি উপহার দিয়েছে ‘কেজিএফ’, ‘কেজিএফ ২’, ‘৭৭৭ চার্লি’, ‘কানতারা’র মতো সিনেমা। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার ধারণা, আগামীকাল শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় থাকা ‘কবজা’ হতে যাচ্ছে নতুন কন্নড় ব্লকবাস্টার ছবি, যা ‘কেজিএফ’-এর বক্স অফিস রেকর্ড ভেঙে দিতে পারে।


‘কবজা’ প্যান–ইন্ডিয়া কন্নড় ছবি। আগামীকাল ভারতের চার হাজারের বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। কন্নড় তো বটেই, ছবিটি দেখা যাবে হিন্দি, তেলেগু, তামিল ও মালয়ালম ভাষায়ও।


মুক্তির আগে ১৪ মার্চ বেঙ্গালুরুতে ছবির প্রচারে এসে ‘কবজা’র নির্মাতা ছবিটির সাফল্যের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। ছবির প্রধান তিন চরিত্রে দেখা যাবে উপেন্দ্র, শ্রিয়া শরণ ও সুদীপকে। ছবিটির প্রযোজক ও প্রযোজক আর চান্দ্রু বলেন, ‘কেজিএফ’-এর সাফল্য দেখেই বড় বাজেটের প্যান-ইন্ডিয়া সিনেমা বানানোর সাহস পেয়েছেন তিনি।


অনেক ভারতীয় গণমাধ্যম এর মধ্যেই ‘কবজা’কে ভারতীয় সিনেমার ‘নেক্সট বিগ থিং’ বলে আখ্যা দিয়েছে। ১২০ কোটি রুপি বাজেটের ছবিটি পিরিয়ড অ্যাকশন ঘরানার। ছবিটির টিজার, ট্রেলার মুক্তির পর ব্যাপক দর্শকপ্রিয় হওয়ায় নির্মাতা ভাবছেন, মুক্তির পরও ছবিটিকে ভালোভাবে গ্রহণ করবেন দর্শকেরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us