প্রেমের ফাঁদে ফেলে তুলে রাখা হতো নগ্ন ছবি। এরপর সেসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিতেন। এমন অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুর ২টার দিকে কক্সবাজার জেলার চৌমুহনী বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, কক্সবাজারের পেকুয়ার রাজাখালী গ্রামের আমিনুল হকের ছেলে মো. জহির উদ্দিন (৩২) এবং মিয়ারপাড়া গ্রামের মো. সওকতের ছেলে মো. সরোয়ার (২৪)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুজন অভিযোগের বিষয়টি স্বীকার করেছেন।