নেপালকে উড়িয়ে কাবাডিতে বাংলাদেশের হ্যাটট্রিক জয়

সমকাল প্রকাশিত: ১৬ মার্চ ২০২৩, ২২:০১

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার মিশনে এগিয়ে চলছে বাংলাদেশ। গ্রুপপর্বের ৫ ম্যাচের মধ্যে তিনটি খেলে তিনটিতেই জয় পেয়েছে লাল-সবুজ জার্সিধারীরা। পোল্যান্ডকে উড়িয়ে দিয়ে টুর্নামেন্ট শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে সহজেই হারিয়েছিল আর্জেন্টিনাকে। বৃহস্পতিবার নেপালকে ৪০-২৪ পয়েন্টে হারিয়ে হ্যাটট্রিক জয় পেয়েছেন তুহিন তরফদাররা।


এই ম্যাচ জিতে সেমিফাইনাল প্রায় নিশ্চিত করেছে স্বাগতিকরা। বাংলাদেশ প্রথমার্ধে ২১-৯ পয়েন্টে এগিয়েছিল। অনেক পয়েন্টের ব্যবধানে এগিয়ে থাকায় দ্বিতীয়ার্ধে বাংলাদেশ যেন কিছুটা হালকা মুডে খেলে। এই সুযোগ কাজে লাগিয়ে নেপাল পয়েন্ট বাড়াতে তৎপর হয়। এই অর্ধে তারা অর্জন করে ১৩ পয়েন্ট। তাই বলে বাংলাদেশও বসে ছিল না। তারাও অর্জন করে নেয় আরও ১৯ পয়েন্ট। এই অর্ধে বাংলাদেশ একটু কম পয়েন্ট পেলেও নেপালকে অলআউট করে প্রথমার্ধের চেয়ে একবার বেশি (দু'বার)। শেষ পর্যন্ত দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us