কাতার বিশ্বকাপে শেষ ষোলো ও কোয়ার্টার ফাইনালের ম্যাচে পর্তুগালের সাইড বেঞ্চে ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগালের তরুণ বেনফিকা স্ট্রাইকার গঞ্জালো রামোসের কাছে জায়গা হারিয়েছিলেন তিনি। কোয়ার্টার ফাইনালে দ্বিতীয়ার্ধে সিআরসেভেনকে নামানো হলেও মরক্কোর বাধা ভাঙতে পারেননি।
ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি বাতিল এবং বিশ্বকাপের পরে ৩৮ বছর বয়সী রোনালদো ইউরোপ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমানে তিনি খেলছেন সৌদি আরবের ক্লাব আল নাসরে। তরুণ প্রজন্মের দুর্দান্ত খেলোয়াড়দের ভিড়ে রোনালদো কি জাতীয় দলে আবারও জায়গা পাবেন?