৩-০! শুধু রসকষহীন অঙ্ক নয়

দৈনিক আমাদের সময় অঘোর মন্ডল প্রকাশিত: ১৬ মার্চ ২০২৩, ১০:৩৫

পরিশ্রম, সংকল্প আর একমনা থাকলে ভেতরে একটা আত্মবিশ্বাস জন্ম নেয়। যা সাফল্যের ভিত গড়ে দেয়। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে জয় বাংলাদেশের কাছে অজানা, অচেনা ছিল। সেই ইংলিশদেরই হোয়াইটওয়াশ করল বাংলাদেশ! এই জয় এ দেশের ক্রিকেটীয় গৌরবলগ্নের মধ্যে ঢুকে পড়ল। এটাই ইংল্যান্ডের বিপক্ষে যে কোনো ফরম্যাটে বাংলাদেশের প্রথম সিরিজ জয়। শত শত প্রথমের মিছিলে এই জয়ের গায়েও ‘ঐতিহাসিক’ শব্দটা লিখে দেওয়া যায়। তবে লিখলেও তা এখন আর বাড়তি আবেগ যোগ করে না দেশের নিখাদ ক্রিকেটপ্রেমীদের মনে!


বিশ্বচ্যাম্পিয়নদের তিন ম্যাচ সিরিজে তিন-শূন্যতে হারানো! ক্রিকেটবিশ্ব তাকে ‘হোয়াইটওয়াশ’ বা ‘বাংলাওয়াশ’ যা ইচ্ছে বলতেই পারে। এ দেশের মানুষের কাছে এই সিরিজ ছিল জয়ের মধ্যে আনন্দ খুঁজে নেওয়ার সিরিজ। সাকিব-লিটন-শান্ত-তাসকিনরা প্রচণ্ড নাছোড়বান্দার মতো সেই জয় খুঁজে বের করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us