গর্ভধারণ করার পরও সে সন্তানকে সুষ্ঠুভাবে পৃথিবীতে আনতে না পারার মতো যন্ত্রণা আর নেই। পরপর দুটো, কোনো কোনো ক্ষেত্রে তিনটি বা তার অধিক গর্ভস্থ সন্তান যদি গর্ভের এমন একসময়ে নষ্ট হয়, যখন যে বাইরের পৃথিবীতে বেঁচে থাকার মতো উপযুক্ততা অর্জন করে না তখন তাকে বারবার গর্ভপাত বলা হয়।
বিশ্বে এর হার ১-৩ শতাংশ। যদিও উন্নত দেশে ২০-২৪ সপ্তাহের বাচ্চা নিবিড় পরিচর্যায় বাঁচতে পারে। আমাদের দেশে কিছু ব্যতিক্রম ছাড়া ২৮ সপ্তাহের আগে কোনো বাচ্চা জন্ম হলে তাকে বাঁচানো সম্ভব হয় না। ১৬ থেকে ২০ বছর বয়সী নারীর গর্ভপাতের ঝুঁকি ১৫ শতাংশ। বয়স ৩০-৪০ বছর হলে এই ঝুঁকি ৩০ শতাংশ।