কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটির পরবর্তী সংস্করণ চালুর ঘোষণা দিয়েছে সফটওয়্যার নির্মাতা ওপেনএআই।
‘জিপিটি-৪’ নামের নতুন এই মডেল বিভিন্ন ছবিতেও প্রতিক্রিয়া জানাতে পারে। এর উদাহরণ হিসেবে ধরা যায়, বিভিন্ন মসলার ছবি থেকে খাবারের রেসিপির সাজেশন বা এতে ক্যাপশন ও বর্ণনা দেওয়া।
বিবিসি’র প্রতিবেদন অনুযায়ী, এটি ২৫ হাজারের বেশি শব্দ প্রক্রিয়াজাত করতে পারে, যা চ্যাটজিপিটি’র তুলনায় প্রায় আটগুণ।
২০২২ সালের নভেম্বরে চ্যাটজিপিটি চালুর পর থেকে এর ব্যবহারকারীর সংখ্যা কোটি ছাড়িয়েছে।
এর বিভিন্ন জনপ্রিয় অনুরোধের মধ্যে আছে গান, কবিতা, মার্কেটিং কপি, কম্পিউটার কোড লেখার পাশাপাশি শিক্ষার্থীর হোমওয়ার্কে সাহায্য করা। তবে, শিক্ষকরা বলছেন, ছাত্রদের এটি ব্যবহার করা উচিৎ নয়।
প্রতিবেদন অনুযায়ী, চ্যাটজিপিটি সাধারণ মানুষের মতো ভাষা ব্যবহার করে বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়। পাশাপাশি, গীতিকার ও লেখকের মতো অন্যান্য লেখার ধরন নকল করতে পারে এটি। ২০২১ সাল পর্যন্ত ইন্টারনেটকে নিজের ‘জ্ঞানের ডেটাবেইজ’ হিসেবে ব্যবহার করে এ সিস্টেম।