১৭ বছরের ছোট নাবালিকাকে বিয়ে করেন জুনিয়র এনটিআর, আইনি ঝামেলা এড়ালেন কী করে?

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ১৫ মার্চ ২০২৩, ১৫:৪৬

মৌলিক গানের বিভাগে অস্কারের মঞ্চে সেরার শিরোপা জিতে নিল ‘নাটু নাটু’। রিয়ানা, লেডি গাগার মতো তাবড় পপতারকাদের পিছনে ফেলে চূড়ান্ত দৌড়ে বাজিমাত এস এস রাজামৌলির ‘আরআরআর’-এর। এই গানের পিছনে কৃতিত্ব কম নেই জুনিয়র এনটিআর ও রামচরণের। মঙ্গলবার দেশে ফিরেছেন এনটিআর। এই মুহূর্তে এনটিআর সর্বভারতীয় তারকার তকমা পেয়েছেন। উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে জনপ্রিয়তা। কিন্তু বেশ কয়েক বছর আগে নাবালিকাকে বিয়ে করে আইনি জটিলতায় জড়ান এনটিআর।


প্রায় ১২ বছরের দাম্পত্য জুনিয়র এনটিআর ও তাঁর স্ত্রী প্রণতির। দু’জনের বয়সের পার্থক্য প্রায় ১৭ বছরের। ২০১০ সালে পাকাপাকি হয় প্রণতি ও এনটিআরের বিয়ে। প্রণতি প্রভাবশালী পরিবারের মেয়ে। এনটিআররে বাবা নন্দামুরি হরিকৃষ্ণণন লোকসভার সাংসদ। তাঁদের পরিবারের এমন ঘটনা চাউর হতে দেরি হয়নি। নাবালিকা প্রণতিকে বিয়ে করার জন্য এক আইনজীবী মামলা করে বসেন অভিনেতার নামে। তবে শেষমেশ ২০১০ সালে নয়, ২০১১ সালে প্রণতির ১৮ হওয়ার পর বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। এখন দুই পুত্র সন্তানকে নিয়ে সুখের সংসার দু’জনের।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us