থাইল্যান্ডে বায়ুদূষণের কারণে চলতি সপ্তাহেই প্রায় দুই লাখ মানুষ নানা সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। রাজধানী ব্যাংকক শহরসহ সারা দেশে ঘন কুয়াশার মতো আবহাওয়া বিরাজ করছে। শিল্পক্ষেত্রের নির্গমন, কৃষিজ বিষয় পোড়ানো ও যানবাহনের ধোঁয়ার বিপজ্জনক মিশ্রণের কারণে ভয়াবহ এ বায়ুদূষণ ঘটছে।
দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বায়ুদূষণের ক্রমবর্ধমান মাত্রা থাইল্যান্ডের স্বাস্থ্য পরিসেবার ওপর ব্যাপক চাপ সৃষ্টি করেছে। বায়ুদূষণের কারণে চলতি বছরের শুরু থেকে ১৩ লাখেরও বেশি মানুষ অসুস্থ হয়ে পড়েছে। আর চলতি সপ্তাহেই প্রায় দুই লাখ মানুষ হাসপাতালে ভর্তি হয়েছে।