ওপেক প্লাসের অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন গত মাসে দৈনিক ৮০ হাজার ব্যারেল করে কমেছে। জোটটির শীর্ষ উত্তোলক দেশ ইরাক, অ্যাঙ্গোলা ও কাজাখস্তান উত্তোলন কমার ক্ষেত্রে প্রধান ভূমিকা রেখেছে। এসঅ্যান্ডপি গ্লোবাল কমোডিটি ইনসাইটসের এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে।
গত মাসে জোটের মোট উত্তোলন কমলেও রাশিয়ার উত্তোলন বেড়েছে। দেশটি প্রতিদিন ৯৮ লাখ ৬০ হাজার ব্যারেল করে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন করে। দৈনিক উত্তোলন বেড়েছে ১০ হাজার ব্যারেল করে। পশ্চিমা দেশগুলোর একের পর এক নিষেধাজ্ঞার পরও দেশটির জ্বালানি খাত ছিল স্থিতিশীল। যদিও দেশটির উপপ্রধানমন্ত্রী নোভাক আলেকজান্ডার বলেছেন, চলতি মাসে দেশটি দৈনিক পাঁচ লাখ ব্যারেল করে উত্তোলন কমাবে।