বছরের প্রথম বৃষ্টিতে সিক্ত রাজধানী

ডেইলি স্টার প্রকাশিত: ১৫ মার্চ ২০২৩, ১০:৫০

চারদিকে ধুলার রাজত্ব ও গরমের মধ্যে অবশেষে বহুল আকাঙ্ক্ষিত বৃষ্টি নামল।


আজ বুধবার সকাল থেকেই রাজধানীর আকাশ ছিল মেঘলা। সকাল সাড়ে ১০টা থেকে বজ্রসহ এক পশলা বৃষ্টি নামে।


গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় দেওয়া আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, কুমিল্লা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।


আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির ডেইলি স্টারকে বলেন, 'আরও আগেই বজ্রসহ বৃষ্টিপাত হবে বলে আমরা ধারণা করেছিলাম। কিছুটা দেরিতেই শুরু হলো। এই মৌসুমে মেঘ জমে, বৃষ্টি হয় তারপর আকাশ পরিষ্কার হয়ে যায়। আশা করছি, দুপুরের পরপরই ঢাকার আকাশ পরিষ্কার হয়ে যাবে।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us