ফেসবুক ও ইনস্টাগ্রামে ‘রিলস পে’ কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মেটা। ফলে রিলস ভিডিওর দর্শক সংখ্যা একটা নির্দিষ্ট সংখ্যা ছুঁলেও কোনো বাড়তি অর্থ পাবেন না নির্মাতারা। শিগগিরই এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, ‘রিলস পে’ কার্যক্রমের আওতায় কোনো রিলস নির্দিষ্টসংখ্যক দর্শক দেখলে নির্মাতাদের বাড়তি অর্থ দিত মেটা। ফলে ভিডিও নির্মাতারা রিলস তৈরির মাধ্যমে বিজ্ঞাপনের পাশাপাশি বাড়তি আয়ের সুযোগ পেতেন। তবে মেটার নতুন সিদ্ধান্তের ফলে বাড়তি এই আয়ের সুযোগ বন্ধ হয়ে যাচ্ছে নির্মাতাদের। তবে বিজ্ঞাপন বা অন্যান্য খাত থেকে আগের মতোই আয়ের সুযোগ থাকছে।