প্রায় পাঁচ বছর আগের কথা। নিশ্চিহ্ন এক ভাইরাসকে বিজ্ঞানীরা ঘটালেন এর পুনরাবির্ভাব। কানাডার আলবার্টা ল্যাবে এক বিজ্ঞানী দল, নিশ্চিহ্ন ভাইরাস হর্স ভাইরাসের পুনরাগমন সূচিত করলেন। হর্স পক্স বা এইচপি এক্স হলো অর্থো পক্স হর্স ভাইরাস। বিংশ শতকের আগে ছিল এর বসতি।
বর্তমানে এটি প্রায় নিশ্চিহ্ন। নামেই এর পরিচয়। হর্স পক্স হলো ঘোড়ার রোগ। মানুষকে সংক্রমিত করবে এমন জানা নেই। অবশ্য এটি হলো স্মল পক্সের স্বজাতি। মানব ইতিহাসের সবচেয়ে ভয়ংকর রোগ হিসেবে পরিচিত এই বসন্ত বা পক্স। এতে সংক্রমিত লোকদের ৩০ ভাগের হয়েছিল মৃত্যু।
১৯৮০ সালে বসন্ত হয়েছিল নির্মূল। এজন্য টিকাকে ধন্যবাদ দিতেই হয়। তবু হর্স পক্সের পুনর্জীবন নিয়ে গবেষণা অনেক বায়োসিকিউরিটি বিশেষজ্ঞদের নিশ্চিহ্ন ভাইরাসের পুনর্জীবিত হওয়া দুর্ভাবনায় ফেলেছে।