সাম্প্রতিক সময়ে প্রাকৃতিক সম্পদ লিথিয়াম আহরণে জোর দিয়েছে এশিয়ার বৃহৎ অর্থনীতির দেশ চীন। সুইজারল্যান্ডভিত্তিক বহুজাতিক ব্যাংক ও আর্থিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইউবিএস এজি সোমবার (১৩ মার্চ) এক রিপোর্টে জানিয়েছে, এ আহরণ অব্যাহত থাকলে এ দশকের মাঝামাঝি সময়ের মধ্যে (২০২৫ সাল) বিশ্বে লিথিয়ামের সবচেয়ে বড় সরবরাহকারী দেশের জায়গায় চলে আসবে চীন।
এমনকি বিশ্বের তিন ভাগ লিথিয়ামের এক ভাগের নিয়ন্ত্রণ থাকবে বেইজিংয়ের হাতে।