সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া ২২ হাজার প্রতিবাদকারীকে ক্ষমার ঘোষণা দিয়েছে ইরানের আইন কর্তৃপক্ষ। সোমবার আইন কর্তৃপক্ষের প্রধান গোলামহোসেইন মোহসেনি এজেই এই ক্ষমা ঘোষণা করেন।
ইরানের সরকারি বার্তা সংস্থার বরাতে রয়টার্স এ খবর জানিয়েছে।ইরানি বার্তা সংস্থা ইরনা’র প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসের শুরুতে সর্বোচ্চ নেতা আলি খামেনি ‘হাজারো’ বন্দিকে ক্ষমা ঘোষণা করেছেন। এদের মধ্যে কয়েকজন গ্রেফতার করা হয়েছে ভিন্নমত দমনের অভিযানে।এজেই বলেন, প্রায় ৮২ হাজার মানুষকে ক্ষমা করা হয়েছে। এদের মধ্যে ২২ হাজার বিক্ষোভে অংশ নিয়েছিলেন। ক্ষমা পাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল কিনা তা স্পষ্ট করেননি ইরানি কর্মকর্তা।