‘সিলিকন ভ্যালি ব্যাংক’ ধসের ধাক্কা যেভাবে লাগল প্রযুক্তি বিশ্বে

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৪ মার্চ ২০২৩, ১৫:২১

ধসের মুখে পড়েছে প্রযুক্তি খাতের চালিকাশক্তি হিসেবে বিবেচিত সিলিকন ভ্যালি ব্যাংক। ক্যালিফোর্নিয়ার বিভিন্ন স্টার্টআপ এই ব্যাংক থেকে ঝড়ের গতিতে অর্থ তুলে নেওয়ার বেশ কয়েক ঘণ্টা পর বিশ্বের অন্য প্রান্তের লোকজন আক্ষরিক অর্থেই ঘুম থেকে উঠে এই খবর পেয়েছেন। 


গোটা বিশ্বের প্রযুক্তি খাতকে নাড়িয়ে দিয়েছে এই পতন।


“আমাদের নগদ সম্পদের ৯০ শতাংশই ছিল ‘এসভিবি’তে।” – বলেন ২৮ বছর বয়সী স্যাম ফ্রাংকলিন। লন্ডনভিত্তিক এই প্রযুক্তি সিইও’র কোম্পানি ‘ওট্টা’ অন্য কোম্পানির জন্য লোক নিয়োগের কাজটি করে। তাদের বিশেষত্ব হলো নিয়োগদাতার জন্য মেধাবী প্রযুক্তিকর্মী খুঁজে বের করা।


এখন মাস শেষে কীভাবে নিজের কর্মীদের বেতন দেবেন, সেই চিন্তায় ঘুম হারাম হয়ে গেছে। পেশাদারদের সাপ্তাহিক সাময়িকী ‘লাইফ অ্যাডমিন’ পড়তেন তিনি। এখন সেই কাজে দেওয়ার মতো বিন্দুমাত্র সময় নেই তার।


হংকংয়ের পরিধানযোগ্য সামগ্রী বিক্রেতা কোম্পানি ‘সাউন্ডব্রেনারের’ সিইও ও সহ-প্রতিষ্ঠাতা ফ্লোরিয়ান সিমেনডিংগার গত সপ্তাহে ‘এসভিবি ফিনান্সিয়াল গ্রুপ’-এ চলমান আতংকের শুরুর দিকটা সময়মতো জানতে না পারলেও পরবর্তীতে দ্রুতই এই সম্পর্কে জানতে পারেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us