একই পরিবারের সদস্য না হলেও দুজনের নামের সঙ্গেই আছে ‘কাপুর’। বলিউডে একজনের দেড় দশকের ক্যারিয়ার, অন্যজন পেরিয়েছেন এক যুগ। এই লম্বা সময়ে প্রথমবার তারা জুটিবদ্ধ হলেন। সেই ছবি মুক্তি পেয়েছে গত ৮ মার্চ। ছবিটির নাম ‘তু ঝুটি ম্যায় মাক্কার’।
নাম শুনে সিনেপ্রেমীদের বুঝতে কষ্ট হবে না, রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুরের কথাই বলা হচ্ছে। এই তারকাদ্বয়ের প্রথম জুটিবদ্ধ সিনেমা মুক্তির পর ছয়দিন পেরিয়ে গেছে। কেমন আয় করছে, ছবিটির বাজেট কত, সেই বাজেট তুলে এটি লাভের ঘরে ঢুকতে পারবে কিনা, সেসব হিসাব জেনে নেওয়া যাক।
পিঙ্কভিলার এক রিপোর্ট থেকে জানা গেলো, ‘তু ঝুটি ম্যায় মাক্কার’ ছবির বাজেট প্রায় ২০০ কোটি রুপি। এর মধ্যে ছবির মূল বাজেট ১৭৫ কোটি রুপি। তবে আরও ২০ কোটি রুপি অতিরিক্ত ব্যয় হয়েছে স্পেনে শুটিং করতে গিয়ে।
রোম্যান্টিক-কমেডি ধাঁচের সিনেমার জন্য এই বাজেট নিঃসন্দেহে অনেক বড়। তবে ইতোমধ্যে ছবিটি সেই ঝুঁকি অনেকটা পেরিয়ে এসেছে। কারণ বিভিন্ন রাইটস বিক্রি করে ছবিটির মোটা অংকের আয় হয়েছে। এর পাশাপাশি ভারত থেকে ১২৫ কোটি রুপির মতো আয় করলেই এটি সফল তালিকায় ঢুকে পড়বে।