এবারের অস্কারে রেকর্ডের ছড়াছড়ি

প্রথম আলো প্রকাশিত: ১৪ মার্চ ২০২৩, ১০:০৬

প্রথম এশিয়ান অভিনেত্রী
অস্কারের ৯৫ বছরের ইতিহাসে কোনো এশিয়ান নারী সেরা অভিনেত্রীর পুরস্কার পাননি। প্রায় আলোহীন সেই পথে আলো ফেললেন মালয়েশিয়ান অভিনেত্রী মিশেল ইয়ো। ৪০ বছরের অপেক্ষা ঘুচিয়ে এবারই প্রথম অস্কারে মনোনয়ন পেয়েছিলেন তিনি, এবারই ‘এভরিথিং এভরিহয়ার অল অ্যাট ওয়ানস’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ৬০ বছর বয়সী ইয়ো।


ইতিহাসে তৃতীয়, ৫০ বছরে প্রথম
অস্কারের ইতিহাসে তৃতীয়, গত ৫০ বছরের পরিসংখ্যানে প্রথম সিনেমা হিসেবে অভিনয়ের ৩টি শাখায় পুরস্কার পেয়েছে ‘এভরিথিং এভরিহয়ার অল অ্যাট ওয়ানস’; এর আগে ৩টি শাখায় পুরস্কার পেয়েছিল ‘আ স্ট্রিটকার নেমড ডিজায়ার’ ( ১৯৬১) ও ‘নেটওয়ার্ক’ (১৯৭৬)। এই পরিচালক জুটি ‘ড্যানিয়েলস’ নামে পরিচিত; তাঁরা সহপ্রযোজনা, সহলেখক ও সহপরিচালনায় তিনবার পুরস্কার পেয়েছেন। চীনা বংশোদ্ভূত প্রথম কোনো লেখক হিসেবে সেরা মৌলিক চিত্রনাট্যের পুরস্কার পেয়েছেন কোয়ান।


প্রথম তামিল–তেলেগু গান, ভারতীয় তথ্যচিত্র
এবারের অস্কারের সেরা মৌলিক গানের পুরস্কার পেয়েছে দক্ষিণ ভারতীয় সিনেমা ‘আরআরআর’-এর আলোচিত গান ‘নাটু নাটু’; ভারতের তামিল–তেলেগু ভাষার গান হিসেবে এটিই প্রথম। গানটি অস্কারের মঞ্চে পরিবেশনও করেছেন রাহুল সিপলিগুঞ্জ ও কলা ভৈরব। সংগীত পরিচালনা করেছেন এম এম কিরাবানি।


এর আগে এ আর রাহমানের সুরে ‘স্লামডগ মিলিনিয়ার’–এর হিন্দি গান ‘জয় হো’ অস্কার পেয়েছিল; তবে সিনেমাটি ভারতের নয়, যুক্তরাজ্যের। এবার তথ্যচিত্র শাখায় দুটি মনোনয়ন পেয়েছিল ভারত থেকে; এর মধ্যে প্রথম কোনো ভারতীয় স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইসপার’ পুরস্কার পেয়েছে।


আফ্রিকান–আমেরিকান প্রথম নারী
‘ব্ল্যাক পান্থার: ওয়াকান্ডা ফরএভার’ সিনেমার জন্য পোশাক নকশাকারের পুরস্কার পেয়েছেন রুথ ই কার্টার, একজন আফ্রিকান–আমেরিকান নারী হিসেবে একাধিকবার অস্কার পাওয়ার রেকর্ড এখন তাঁর দখলে রয়েছে। এর আগে ‘ব্ল্যাক পান্থার’-এর সিকুয়েল সিনেমার জন্যও একই শাখায় পুরস্কার পেয়েছেন।


প্রথম কানাডিয়ান অভিনেতা
‘দ্য হোয়েল’ সিনেমায় অভিনয় করে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন অভিনেতা ব্রেন্ডন ফ্রেজার; তিনিই প্রথম কোনো কানাডিয়ান শিল্পী হিসেবে সেরা অভিনেতার অস্কার পেলেন। তাঁর কানাডা ও যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিকত্ব রয়েছে। ভিয়েতনামে জন্ম নেওয়া প্রথম কোনো অভিনেতা হিসেবে এবার পুরস্কার পেলেন কে হুই কোয়ান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us