টুইটারের প্রতিদ্বন্দ্বী বিকল্প নতুন সামাজিক মাধ্যম আনার ঘোষণা দিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। কোম্পানিটি জানিয়েছে, তারা এমন একটি সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে কাজ করছে, যেটি হবে ‘টেক্সট শেয়ারিং প্ল্যাটফর্ম’।
ধারণা করা হচ্ছে, মেটার প্ল্যাটফর্মটি মাইক্রোব্লগিং সাইট টুইটারের বিকল্প হবে। টেক্সটভিত্তিক প্ল্যাটফর্মটি মস্টোডন নামের সামাজিক মাধ্যমকেও প্রতিযোগিতায় ফেলে দেবে। জানা গেছে, নতুন অ্যাপটির কোড নেম পি৯২। মেটার মালিকানাধীন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমেও নতুন প্ল্যাটফর্মে লগইন করা যাবে।