বৃষ্টিহীন শীতের শুষ্কতা আর রৌদ্রোজ্জ্বল আবহাওয়া এখন দেশজুড়ে। ঝড়বৃষ্টির মতো কোনো প্রাকৃতিক দুর্যোগ নেই। শাকসবজির মতো ফসলের জন্য এই আবহাওয়া অনুকূল। কিন্তু বোরো ফসলের জন্য খুব একটা নয়। কারণ, এই মৌসুমে সেচসংকট চরম আকার ধারণ করে। নির্বিচারে খাল ভরাট ও পুরোনো খালগুলো নতুন করে খনন না করার কারণে এই সময় সেচের জন্য পর্যাপ্ত পানি পান না কৃষকেরা। তাই অনেক জায়গায় এখন বোরো ফসল পানির অভাবে শুকিয়ে...