ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার এবং ফুটবল–পণ্ডিত গ্যারি লিনেকারকে ‘ম্যাচ অব দ্য ডে’ অনুষ্ঠানে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। আজ খবরটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম।
এর আগে যুক্তরাজ্য সরকারের অভিবাসননীতি নিয়ে সমালোচনা করায় লিনেকারকে ওই অনুষ্ঠান থেকে প্রত্যাহার করে নিয়েছিল বিবিসি। এ নিয়ে তোলপাড় শুরু হলে সংবাদমাধ্যমটির পক্ষ থেকে ক্ষমা চাওয়া হয়েছিল। এবার ফিরিয়ে নেওয়া হলো লিনেকারকে।
টুইটে সরকারের অভিবাসননীতির সমালোচনা করেছিলেন লিনেকার, ‘সবচেয়ে দুর্বল জনগোষ্ঠীর জন্য এটি একটি নিষ্ঠুর নীতি, যা ত্রিশের দশকের জার্মানির চেয়ে ভিন্ন কিছু নয়।’ অর্থাৎ নাৎসি যুগের জার্মানির সঙ্গে যুক্তরাজ্যের তুলনা করেছিলেন ’৮৬ বিশ্বকাপে ‘গোল্ডেন বুট’জয়ী লিনেকার। ৬২ বছর বয়সী বার্সেলোনা ও টটেনহামের সাবেক এ স্ট্রাইকারকে শুক্রবার নিজেদের অনুষ্ঠান ‘ম্যাচ অব দ্য ডে’ থেকে প্রত্যাহার করে নেয় বিবিসি।