বার্সাকে ‘মাফিয়া’ সম্বোধন, প্রতীকি মুদ্রা ছুড়ে প্রতিবাদ

সমকাল প্রকাশিত: ১৩ মার্চ ২০২৩, ১৯:০২

লিগ ম্যাচে অ্যাথলেটিকো বিলবাও-এর বিপক্ষে ১-০ গোলে জিতেছে বার্সেলোনা। ওই জয়ে লিগ শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে গেছে কাতালানরা। কিন্তু অ্যাথলেটিকোর মাঠে ঘটেছে এক অপ্রীতিকর ঘটনা। 


বার্সেলোনাকে ‘মাফিয়া’ সম্বোধন করেছেন অ্যাথলেটিকো বিলবাও-এর ভক্তরা। সেখানে কাগজের প্রতীকি ব্যাংক মুদ্রা ছেপে বার্সা খেলোয়াড়দের উদ্দেশ্যে ছুড়েছেন ভক্তরা। বার্সা ‘রেফারি কিনতে’ অর্থ ঢেলেছে এমন অভিযোগ উঠেছে। ওই অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু হয়েছে। এর মধ্যে বার্সা ম্যাচ খেলতে আসায় ওই আচরণ করেছেন তারা। 


বার্সেলোনা ২০০১ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ম্যাচের ফলে প্রভাব ফেলতে রেফারি কিনেছেন বলে অভিযোগ। ওই ১৭ বছরে ক্লাবটি রেফারিদের টেকনিক্যাল কমিটির ভাইস প্রেসিডেন্ট জোসে মারিয়া এক্সিকুয়েল নেগরেইরাকে ৭ মিলিয়ন ইউরো দিয়েছেন বলে অভিযোগ আনা হয়েছে। 


অভিযোগের প্রেক্ষিতে বার্সার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। সেজন্য অ্যাথলেটিকো বিলবাও ভক্তরা প্রতীকি মুদ্রা ছুড়ে প্রতিবাদ করেছেন। এরই মধ্যে ওই অভিযোগের প্রেক্ষিতে রিয়াল মাদ্রিদ তাদের অবস্থান জানিয়েছে। তবে বার্সা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্ত অভিযোগ অস্বীকার করে তার ক্লাবকে নির্দোষ বলেছেন। 


বিলবাওয়ের ভক্তদের আচরণে দুঃখ পেয়েছেন বার্সা কোচ জাভি, ‘সান মামেসের (বিলবাও) ভক্তদের আমি সম্মান করি। যতবার এখানে এসেছি তারা আমাকে ভালোভাবে গ্রহণ করেছেন। কিন্তু এবার বিস্মিত হয়েছে। এটা দুঃখজনক যে, তারা বিচারের আগেই আমাদের বিচার করতে শুরু করেছেন। তবে এটাও সত্য যে, আমি দুঃখ পেলেও সকলের মত প্রকাশের স্বাধীনতা আছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us