অস্কার মানেই তো বাহারি ফ্যাশনে বিশ্বখ্যাত তারকাদের জলমলে উপস্থিতি। এবার অস্কার মঞ্চে ঐতিহ্যপূর্ণ ‘রেড কার্পেট’-এর রং বদলেছে। লাল গালিচা এ বার হয়েছিল ‘শ্যাম্পেন’ রঙের। কার্পেটের রঙের সঙ্গে বদলেছে তারকাদের ফ্যাশনও।
অস্কার মঞ্চের আলো ছড়ানো এমন ৭ তারকার ফ্যাশন নিয়েই এই আয়োজনরিয়ানাদ্বিতীয় বার মা হতে চলা রিয়ানা বেছে নিয়েছিলেন পোশাকশিল্পী মাইসন আলাইয়ার তৈরি পোশাক। কালো রঙের চামড়ার ‘কাট-আউট’ গাউনে ব্ল্যাক ডাইমন্ড হয়ে ঝলকানি দেখান রিয়ানা। রিয়ার পোশাকের বুকের কাছে কালো চামড়ার স্ট্র্যাপ এবং ট্রেন। তুলনায় স্বচ্ছ পেটের অংশ। সেরা মৌলিক গানের বিভাগে মনোনয়ন পেয়েছিল রিয়ানার গাওয়া ‘লিফ্ট মি আপ’।