যুক্তরাষ্ট্রের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র রফতানি শিল্প রাশিয়ার। কারিগরি পরিবর্তন, আন্তর্জাতিক রাজনৈতিক বিচ্ছিন্নতা ও ইউক্রেনে বিপর্যয়কর যুদ্ধের কারণে রাশিয়ার এই গুরুত্বপূর্ণ রফতানি খাত প্রায় ধসে পড়েছে।
বিশ্বের অস্ত্র শিল্প পর্যালোচনাকারী একটি শীর্ষস্থানীয় সংস্থার নতুন প্রকাশিত পরিসংখ্যানে এমন তথ্য উঠে এসেছে।সোমবার প্রকাশিত স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইন্সটিটিউট (এসআইপিআরআই)-এর পরিসংখ্যান অনুসারে, গত পাঁচ বছরে তার আগের পাঁচ বছরের তুলনায় রাশিয়ার সামরিক রফতানি কমেছে ৩১ শতাংশ।