কোন বিভাগে কার ঝুলিতে গেল অস্কার

সমকাল প্রকাশিত: ১৩ মার্চ ২০২৩, ১১:৩১

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার বিকেল ৫টায় (বাংলাদেশ সময় সোমবার সকাল ৬টায়) লস অ্যাঞ্জেলেসের হলিউড ডলবি থিয়েটারে বসে হলিউডের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কারের আয়োজন অস্কার বা একাডেমি অ্যাওয়ার্ডসের ৯৫তম আসর। প্রতিবারের মতো এবারও জমকালো আয়োজনে বিজয়ী হাতে তুলে দেওয়া হয়েছে অস্কার। একনজের দেখে নেওয়া যাক কোন বিভাগে কারা পেলেন অস্কার।


সেরা ছবি ‘এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স’ সেরা অভিনেতা ব্রেন্ডন ফ্রেজার, ‘দ্য হোয়েল’ ছবির জন্যসেরা অভিনেত্রী মিশেল ইয়ো ‘এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স’ ছবির জন্যপার্শ্বচরিত্রের সেরা অভিনেত্রী জেইমি লি কুর্তিস, ‘এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স’ ছবির জন্যপার্শ্বচরিত্রের সেরা অভিনেতা কে হুই কুয়ান, ‘এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স’ ছবির জন্যসেরা পরিচালক ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শেইনার্ট, ছবি ‘এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স’সেরা অরিজিনাল সং ‘নাটু নাটু’, ছবি ‘আরআরআর’সেরা অরিজিনাল স্কোর ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’সেরা মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইল ‘দ্য হোয়েল’সেরা কস্টিউম ডিজাইন ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার’সেরা সিনেমাটোগ্রাফি ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’সেরা অরিজিনাল স্ক্রিন প্লে ‘এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স’সেরা অ্যাডাপটেড স্ক্রিন প্লে ‘উইমেন টকিং’সেরা সাউন্ড ‘টপ গান: ম্যাভেরিক’সেরা ফিল্ম এডিটিং ‘এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স’ সেরা প্রোডাকশন ডিজাইন ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’সেরা ভিজ্যুয়াল ইফেক্টস ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’সেরা ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম ‘পিনোচ্চিও’সেরা ডকুমেন্টারি ‘নাভালনি’সেরা লাইভ অ্যাকশন শর্টফিল্ম ‘অ্যান আইরিশ গুডবাই’সেরা ডকুমেন্টারি শর্ট ‘দ্য এলিফ্যান্ট হুইসপারার্স’সেরা অ্যানিমেটেড শর্টফিল্ম ‘দ্য বয়, দ্য মোল, দ্য ফক্স অ্যান্ড দ্য হর্স’।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us