গত ২৫ বছরের পথপরিক্রমায় আজ ১৭ কোটি মানুষের পরম ভরসার আশ্রয়স্থল আমাদের এই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। বঙ্গবন্ধুর নামবিজড়িত এ বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে স্নাতকোত্তর অর্জনকারী সম্মানিত চিকিৎসকদের জানাই প্রাণঢালা অভিনন্দন।
এ বিশ্ববিদ্যালয় শুধু বাংলাদেশের মানুষের স্বাস্থ্যসেবার সর্বোচ্চ প্রতিষ্ঠানই নয়, এটি আমাদের দেশের স্বাস্থ্যবিজ্ঞানের গবেষণা, শিক্ষা আর প্রশিক্ষণেরও সর্বোৎকৃষ্ট বিদ্যাপীঠ। প্রতিদিন যেমন আমরা হাজারও রোগীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করি, তেমনই প্রতিবছর শত শত মৌলিক গবেষণাপত্র প্রকাশিত হয়। এরকম বিদ্যাপীঠে লেখাপড়ার সুযোগ পাওয়া স্বপ্নের, আর লেখাপড়া শেষ করে ডিগ্রি নেওয়া স্বপ্নপূরণের বিষয়।