ভারতের গত বছরের আলোচিত ছবি পরিচালক এস এস রাজামৌলির ‘আরআরআর’। সিনেমাটির ‘নাটু নাটু’ গান ইতিমধ্যে এবারের অস্কারে ‘সেরা মৌলিক গান’-এর পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। কয়েক দিন আগেই জানা গিয়েছিল এবারের অস্কারের মঞ্চে গানটি পরিবেশিত হবে। এবার এই গানে কে পারফর্ম করবেন তা জানা গেল। গায়ক রাহুল সিপলিগুঞ্জ ও কলা ভৈরবের পরিবেশনায় গানটিতে নাচবেন আমেরিকান অভিনেত্রী-নৃত্যশিল্পী লরেন গটলিব। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
বলিউডের সিনেমা ‘এনি বডি ক্যান ডান্স’ অভিনেত্রী লরেন গটলিব টুইটারে লেখেন, ‘বিশেষ খবর!!! আমি অস্কারে নাটু নাটুতে পারফর্ম করছি!!!!!! আমি বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করতে পেরে উত্তেজিত। আমার সৌভাগ্য কামনা করুন।’