প্রথম ইনিংসে ৬৯ রানের লিড; কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ক্যারিবীয় বোলারদের সামনে খুবই বাজে অবস্থায় পড়ে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। এ অবস্থায় প্রোটিয়াদের ত্রাণকর্তা হিসেবে সামনে এসে দাঁড়ালেন অধিনায়ক টেম্বা বাভুমা। অধিনায়োকোচিত ইনিংস খেললেন। সে সঙ্গে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের সামনেও ধীরে ধীরে বিশাল লক্ষ্য দাঁড় করিয়ে দিচ্ছে প্রোটিয়ারা।
তৃতীয় দিন শেষে বাভুমা অপরাজিত ছিলেন ১৭১ রানে। তার এই বিশাল ইনিংসের ওপর ভর করেই তৃতীয় দিন শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ২৮৭ রানে। লিড দাঁড়িয়ে যায় ৩৬৫ রানের। ১৭১ রান নিয়েই আজ চতুর্থ দিন ব্যাট করতে নামেন প্রোটিয়া অধিনায়ক।