অনেকের চোখ দেখতে ছোট মনে হয়। তারা আই মেকআপ করতে গিয়ে প্রায়ই দ্বিধায় থাকেন। কীভাবে চোখ সাজাবেন বুঝতে পারেন না। কিছু কৌশল জানা থাকলে খুব সহজেই চোখ সাজিয়ে তুলতে পারবেন। জানালেন রূপবিশেষজ্ঞ শোভন সাহা
কনসিলার
চোখের নিচে ডার্ক সার্কেল ও পাফিনেস থাকলে চোখ ছোট মনে হয়। তাই মেকআপের আগে চোখের নিচে কনসিলার ব্যবহার করতে হবে। কনসিলারের শেড হবে ফাউন্ডেশনের এক শেড হালকা। এ ছাড়া আইলিডের কনসিলার দিয়ে ব্লেন্ড করুন। এতে চোখ সুন্দরভাবে ফুটে উঠবে এবং বড় দেখাবে।