বরিশালের হিজলায় জেলেদের হামলায় মৎস্য বিভাগের কর্মকর্তা, নৌপুলিশের পরিদর্শকসহ অন্তত ১৬ জন আহত হয়েছেন। শুক্রবার (১০ মার্চ) সন্ধ্যায় ৬টার দিকে উপজেলার ধূলখোলা সংলগ্ন মেঘনা নদীতে এ হামলার ঘটনা ঘটে। উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম পারভেজ জানান, সন্ধ্যা পৌনে ৬টার দিকে নৌ-পুলিশের সহায়তায় মেঘনা নদীতে অভিযানে যাই। ওই এলাকায় পৌঁছালে ৫০-৬০ জন জেলে একত্রিত হয়ে লাঠি-সোটা ও ইট-পাটকেল ছুঁড়ে হামলা চালায়।
এসময় আত্মরক্ষার্থে নৌপুলিশ সদস্যরা সাতটি ফাঁকা গুলি ছুঁড়ে জেলেদের ছত্রভঙ্গ করে দেয়। আরও পড়ুন: নৌপুলিশের ওপর জেলেদের হামলা তিনি আরও জানান, হামলায় তিনিসহ অন্তত ১৬ জন আহত হন। এদের মধ্যে নৌপুলিশের পরিদর্শক বিকাশ চন্দ্র দে গুরুত্বর আহত হন। তার মাথায় জখম হয়েছেন।