ফরিদপুর: উত্যক্ত করার প্রতিবাদ করায় এক কিশোরীর বাবা ও চাচাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রলীগ সভাপতি রায়মোহন কুমার রায়ের (২৮) বিরুদ্ধে। আহতরা হলেন - উপজেলার আটঘর ইউনিয়নের গৌড়দিয়া গ্রামে জীবন পাল (৪৯) ও কিশোরীর চাচা পরাণ পাল(৫৩)।
আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত ছাত্রলীগ নেতা রায়মোহন আটঘর ইউনিয়নের সাড়ুকদিয়া গ্রামের বাসিন্দা। শুক্রবার (১০ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের গৌড়দিয়া গ্রামে প্রতিবেশী তনয় বোসের বাড়ির উঠোনে এ ছাত্রলীগ সভাপতির বেধড়ক পিটুনির শিকার হন জীবন ও পরাণ। ঘটনারা সত্যতা নিশ্চিত করেছেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাদিক। তিনি বলেন, শুক্রবার এক সালিশে হাতাহাতির ও মারামারির ঘটনা ঘটেছে। এতে কিশোরীর বাবা, চাচা ও চাচাতো ভাই আহত হন। আহতরা এখন চিকিৎসা নিচ্ছেন।