ছাত্ররাজনীতি: সহিংসতা পুরস্কৃত, মেধা তিরস্কৃত

ডেইলি স্টার মাহফুজ আনাম প্রকাশিত: ১০ মার্চ ২০২৩, ১০:০৩

দেশ হিসেবে আমাদের ওপর প্রভাব ফেলে এমন অনেক বিষয় আমাদের নিয়ন্ত্রণে নেই। যেমন: জলবায়ু সংকট, মহামারি, ভূ-রাজনীতি, বিশ্বায়ন, জ্বালানি সংকট, আন্তর্জাতিক বাণিজ্য, ইউক্রেন যুদ্ধ ইত্যাদি। কিন্তু কিছু বিষয় আমাদের নিয়ন্ত্রণেই আছে। যেমন: আমাদের শিক্ষার্থীদের সবচেয়ে সেরা শিক্ষার্থী হিসেবে গড়ে তোলা। বিশ্ব সেরা না হলেও অন্তত এই অঞ্চলের সেরা হিসেবে তাদের গড়ে তোলা যেতেই পারে। এই কাজেও যখন আমরা ব্যর্থ হই এবং জেনে-বুঝেও বার বার বিপরীত কাজটাই করতে থাকি, তখন প্রশ্ন উঠতে বাধ্য—আমরা কি আমাদের শিক্ষার্থীদের ভবিষ্যৎ ধ্বংস করছি না এবং একই প্রক্রিয়ায় দেশের ভবিষ্যতকেও কি বিপন্ন করছি না?


আমি আমাদের ছাত্র আন্দোলনের ইতিহাস সম্পর্কে পুরোপুরি অবগত এবং এর গুরুত্ব ও ইতিবাচক তাৎপর্যের প্রত্যক্ষ সাক্ষী। আমার বিশ্বাস, শিক্ষার্থীরা যা দেখছেন, সেখানে প্রয়োজনে প্রশ্ন তোলা উচিত এবং কোথাও কোনো অবিচার, নিপীড়ন, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার দেখলে তার প্রতিবাদ করা উচিত। পরিস্থিতির প্রয়োজনে পরিবর্তনের দাবিও তারা জানাতে পারেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us