নতুন ডিজাইনে টিকটক ও ইনস্টাগ্রামকে ‘নকল’ স্পটিফাইর

আজকের পত্রিকা প্রকাশিত: ০৯ মার্চ ২০২৩, ১৯:১৩

গত বুধবার ৮ মার্চ কোম্পানির বার্ষিক স্ট্রিম অন ইভেন্টে অ্যাপের নতুন হোম ফিড উন্মোচন করেছে স্পটিফাই। শিগগিরই সকল স্পটিফাই ব্যবহারকারী অ্যাপের নতুন এই ডিজাইন পাবেন। ফিডে আগের মতো নেই অ্যালবাম ও পডকাস্ট। এখন টিকটক এবং ইনস্টাগ্রামের মতো একটি উলম্ব ফিড দেখা যাবে। যা ভিডিওর মাধ্যমে সমগ্র স্ক্রিন দখল করে রাখবে ও এর প্রিভিউ দেখাবে।


প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, স্পটিফাইর লক্ষ্য— প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের আরও কন্টেন্ট খুঁজে পেতে সাহায্য করা। নতুন ডিজাইনে ব্যবহারকারীরা তাদের ফিডে স্ক্রোল করার পাশাপাশি বিভিন্ন কনটেন্ট পরে দেখার জন্য সেভ করে রাখতে পারবে। তবে স্পটিফাইর ব্যবহারকারীরা অ্যাপের আগের ডিজাইনই পছন্দ করতেন— যেখানে শুধু গান আর পডকাস্টেরই দেখা মিলতো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us