ভারতের মাটিতে ২০০৫ সালের পর আর কোনো টেস্ট সিরিজ জিততে পারেনি অস্ট্রেলিয়া। ম্যাচ জিতলেও স্পিন-স্বর্গে গড়া সেসব পিচে অজি ব্যাটারদের সেঞ্চুরির আক্ষেপ ছিল দীর্ঘ ১২ বছর। যেন সেঞ্চুরি না পাওয়ার একটি বৃত্তে আটকে ছিলেন তারা। অবশ্য তাদের মাটিতে সর্বশেষ ২০০৭ সালে পাকিস্তানের মিসবাহ-উল-হক টেস্টে সেঞ্চুরি পেয়েছিলেন। এরপর প্রতিপক্ষ দলের ব্যাটাররা শতকের দেখা পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে।
আহমেদাবাদে চতুর্থ টেস্টে খাজার সেঞ্চুরিতে আরও একটি রেকর্ড হয়েছে। গত ১৩ বছর ভারতে প্রতিপক্ষের কোনো বাঁ-হাতি ব্যাটার শতক পূর্ণ করতে পারেননি। সেই খরাও কাটিয়েছেন উসমান খাজা।