অন্দরসজ্জা কাঁসা-পিতলের তৈজসপত্র ব্যাতিক্রমী প্রভাব ফেলে।
শুধু সাজানোর জিনিস হিসেবেই নয়, পিতল দিয়ে হয় দরজার হাতল, তালা, সংগীতের যন্ত্রসহ নানান কিছু।
অক্সিজেন ও তেলের সংস্পর্শে কালচে হয়ে যায় প্রলেপহীন পিতল। যদিও অনেকে ‘ভিন্টেজ লুক’য়ের জন্য কালচে পিতল পছন্দ করেন। তবুও এর যত্ন সম্পর্কে সঠিক ধারণা থাকা প্রয়োজন।